পিছিয়ে পড়তে পড়তে তোর সাথে ফের দেখা হলো। বৃষ্টিপাতের মতো নিরাময় দেবো সমকালটাকে আর তার সাথে রূপকথা ঘেঁটেঘুটে চন্দ্রমা তোকে, এ সবই বয়সদোষে বাতুলতা ছিল এতদিনে নির্ঘাত জানা কথা তোর। আসলে অস্থিরতা চিরকাল স্পর্শ খোঁজে, খুঁজেছে আপ্রাণ, জ্বরের কপাল হাত, দুপুরের রোদ জল, ব্যথা অনুপান।
this is for u saptarshi..
ReplyDeleteপিছিয়ে পড়তে পড়তে তোর সাথে ফের দেখা হলো।
বৃষ্টিপাতের মতো নিরাময় দেবো সমকালটাকে
আর তার সাথে রূপকথা ঘেঁটেঘুটে চন্দ্রমা তোকে, এ সবই বয়সদোষে বাতুলতা ছিল
এতদিনে নির্ঘাত জানা কথা তোর।
আসলে অস্থিরতা চিরকাল স্পর্শ খোঁজে, খুঁজেছে আপ্রাণ,
জ্বরের কপাল হাত, দুপুরের রোদ জল, ব্যথা অনুপান।